thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পূজারার ব্যাটে ভারতের লিড

২০১৩ ডিসেম্বর ২১ ১৩:১২:২৬
পূজারার ব্যাটে ভারতের লিড

দ্য রিপোর্ট ডেস্ক : জানাই ছিল জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচিনের চার নাম্বারে খেলছেন বিরাট কোহলি। টেস্টের তৃতীয় দিন শেষেও শচিনের জায়গায় খেলতে নামা কোহলি ছুটছেন দারুণ। বোদ্ধাদের আস্তার শতভাগ প্রতিফলন ঘটিয়ে চলছেন ভারতের এই ইনফর্ম ব্যাটার। প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করছেন। শনিবার চতুর্থ দিন ৭৭ রানে ব্যাটিংয়ে নামছেন তিনি। তবে যাকে নিয়ে ব্যাপক আলোচনা ছিল সেই পূজারা দ্বিতীয় ইনিংসে প্রমাণ করেছেন। পূজারা তৃতীয় দিনেই স্পর্শ করেছেন সেঞ্চুরি; নামেবেন চতুর্থ দিনও। এই দুয়ের ব্যাটিং ভারতকে স্বপ্ন দেখাচ্ছে; জয়ের স্বপ্ন। ইতোমধ্যে ৩২০ রানের লিড নিয়েছে ভারত।

ইশান্ত শার্মা ও জহির খানের বারুদে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমে গেছে ২৪৪ রানে। এই দুই পেসারই স্বাগতিকদের ৮ উইকেট ধসিয়ে দিয়েছেন। গ্রায়েম স্মিথের ৬৮ ও ভারনন ফিলেন্ডার ৫৯ রান ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেনি।

কোহলি-পূজারার ব্যাটে কাল যেন শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের প্রতিচ্ছবিই দেখেছে জোহানেসবার্গ। প্রথম ইনিংসের ৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন শেষে ৩২০ রানের লিড নিয়েছে ধোনির দল।

দলীয় ২৩ রানে শেখর ধাওয়ান (১৫) ও ৯৩ রানে মুরালি বিজয় (৩৯) সাজঘরে ফিরেছেন। তারপর ৩ নাম্বারে ব্যাটিং করতে এসেছেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে পূজারা রানের পসরা সাজিয়েছেন জোহানেসবার্গে। ব্যক্তিগত ৫২ রানে একবার জীবন পেয়েছেন পূজারা। এই সুযোগ কাজে লাগিয়ে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। পূজারা অপরাজিত রয়েছেন ১৩৫ রানে। আর শচিনের জায়গায় খেলতে নামা বিরাট কোহলি ৭৭ রান করে আপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত দ্বিতীয় ইনিংস: ২৮৪/২(পূজারা ১৩৫*, কোহলি ৭৭*; ফিলেন্ডার ৫৩/১, ক্যালিস ৫১/১); প্রথম ইনিংস: ২৮০

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৪৪ (স্মিথ ৬৮, ফিলেন্ডার ৫৯; জহির ৮৮/৪, ইশান্ত ৭৯/৪)

(দ্য রিপোর্ট/এমআই/শাহ/এএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর