thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যশোরে সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত

২০১৩ ডিসেম্বর ২১ ১৩:৩৪:০৮
যশোরে সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত

যশোর সংবাদদাতা : যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্যসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বিজিবি সদস্যদের বহনকারী একটি পাবলিক পিকআপ যশোর থেকে নড়াইলে যাচ্ছিল।

পিকআপটি ছাতিয়ানতলায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ চালক হুমায়ুন, বিজিবির ল্যান্সনায়েক জাহিদ, নায়েক মোবারক, নায়েক জুবায়ের, নায়েক জাকির, সুবেদার হুমায়ুন, নায়েক এমদাদ, ল্যান্সনায়েক চণ্ডিদাস, নায়েক মোশারফ, নায়েক সিদ্দিকুর ও নায়েক মামুন আহত হন।

ল্যান্সনায়েক জাহিদ ও নায়েক মোবারককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা হাত, বুক ও পায়ে আঘাত পেয়েছেন।

যশোর ২৬ বিজিবি কমান্ডার লে. কর্নেল মতিউর রহমান দ্য রিপোর্টকে জানান, বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে নিরাপত্তা ডিউটিতে যশোর থেকে নড়াইলে যাচ্ছিলেন বিজিবি সদস্যরা। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনার কথা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/এএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর