thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দিল্লিতে সরকার গঠনে প্রস্তুত আম আদমি পার্টি

২০১৩ ডিসেম্বর ২১ ১৩:৩৯:৪১
দিল্লিতে সরকার গঠনে প্রস্তুত আম আদমি পার্টি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন সরকার গঠন নিয়ে অপেক্ষার অবসান শিগগিরই হতে যাচ্ছে। আম আদমি পার্টির প্রধান (এএপি) অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তার দল সরকার গঠন করতে প্রস্তুত। অন্য যে কোনো দলের চেয়ে তার দল ভালোভাবে সরকার পরিচালনা করতে পারবে বলে জানান তিনি।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘মূলধারার দলগুলো শুরু থেকেই এএপিকে অবহেলা করে আসছিল। এখন আমরা ২৮টি আসন জেতার পরও করছে। আমি তাদের বলতে চাই। আম আদমির ক্ষমতাকে ছোট করে দেখা বন্ধ করুন। তাদের কোনো ধারণাই নেই যে, আম আদমি কতটা শক্তশালী। তারা বলতে চাইছে আমরা সরকার চালাতে পারব না। আমরা তাদের চেয়ে ভালো সরকার পরিচালনা করতে পারব।’

অরবিন্দ কেজরিওয়াল শিগগিরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন।

দলীয় বৈঠকের পর সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে এএপি। এর মধ্যদিয়ে এক বছরের কম সময় আগে গঠিত একটি দলের অগ্রযাত্রা শুরু হতে যাচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নয়াদিল্লির বিধান সভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ২৮টি আসন পায় সদ্য গঠিত এএপি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পায় ৩২টি আসন। আর ক্ষমতাসীন কংগ্রেস পায় মাত্র ৮টি আসন। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল এককভাবে ৩৬টি আসনের। কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা লাভ না করায় সরকার গঠন নিয়ে সঙ্কটের সৃষ্টি হয়। জোট সরকার এমনকি রাষ্ট্রপতি শাসিত সরকার গঠনেরও প্রস্তাব উঠে। কোনো প্রস্তাবই ধোপে না টেকায় সরকার গঠন নিয়ে গণভোটের প্রস্তাবও দেওয়া হয়।

এদিকে এএপি জানিয়েছে, পাঁচ লাখের বেশি মানুষ এসএমএস ও ই-মেইলে জানিয়েছে এএপির সরকার গঠন করা উচিত।

এ পর্যন্ত সাড়ে পাঁচ লাখেরও বেশি লোক এসএমএস করে বা ই-মেলের মাধ্যমে সরকার গঠনের ব্যাপারে তাদের মতামত জানিয়েছেন। ৭৫ শতাংশের মত, সরকার গঠন করা উচিত। ফলে কেজরিওয়াল সরকার গঠন নিয়ে যে গণভোটের কথা বলেছিলেন তাতে এখন পর্যন্ত জনগণের রায় সরকার গড়ার দিকেই। এক সংবাদ সম্মেলনে এএপি জানিয়েছে, দিল্লির ৭৫ শতাংশ জনগণ এএপির সরকার গঠনের পক্ষে।

তবে এএপির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে নয়াদিল্লিবাসীকে।

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর