thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

রাজশাহীতে ককটেলে কব্জি হারাল শিশু

২০১৩ ডিসেম্বর ২১ ১৪:২২:০১
রাজশাহীতে ককটেলে কব্জি হারাল শিশু

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে ককটেল বিস্ফোরণে মাহিন (৫) নামে এক শিশুর হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাহিন নগরীর উপশহর এলাকার মর্জিনার ছেলে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

মাহিনের মা মর্জিনা জানান, রাজশাহী নগরীর উপশহর এলাকায় আওয়ামী লীগের উত্তরাঞ্চল কার্যালয়ের নিচে পানির পাম্পের পাশে একটি ককটেল রাখা ছিল। শিশু মাহিন ককটেলটি দেখতে পেয়ে খেলনা মনে করে সেটি বের করার চেষ্টা করে। এ সময় ককটেলটি বিস্ফোরিত হয়ে মাহিনের বাম হাতের কব্জি উড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বিকে দাশ জানান, আহত মাহিনের অবস্থা আশঙ্কাজনক। ককটেলের আঘাতে শিশু মাহিনের বাম হাতের কব্জি উড়ে গেছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, উপশহর এলাকায় মহানগর আওয়ামী লীগের উত্তরাঞ্চল কার্যালয়ে রাখা লাল স্কচটেপ দিয়ে মোড়ানে একটি জিনিস দেখে মাহিন তা নিয়ে খেলা করতে গেলে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে মাহিন গুরুতর আহত হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/শাহ/এএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর