thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

অশ্রুজলে খালেদ খানকে শেষ বিদায়

২০১৩ ডিসেম্বর ২১ ১৪:১৭:৩৯
অশ্রুজলে খালেদ খানকে শেষ বিদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত ভক্ত, স্বজন ও সতীর্থের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খান। শনিবার সকাল ৮টায় বারডেমের হিমঘর থেকে ধানমন্ডির নিজ বাসা; সেখান থেকে ১০টায় সর্বশেষ কর্মক্ষেত্র ইউল্যাবে কিছু সময় রাখা হয় খালেদ খানের মরদেহ।

এরপর ১০টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-অনুরাগীদের পদচারণায় ভরে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। একে একে ফুল ও অশ্রুসজল চোখে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এককভাবেও আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও অনুরাগীরা। প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক। তারপর সুশৃঙ্খলভাবে শিল্পকলা একাডেমি, সুবচন নাট্য সংসদ, নাগরিক নাট্য সম্প্রদায়, ঋষিজ শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ক্রান্তি শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা, পদাতিক নাট্য সংসদ, ডেইলি স্টার, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চন্দ্রকলা থিয়েটার, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, উদীচী, খেলাঘর, টাঙ্গাইল জেলা সমিতি, বঙ্গবন্ধু নাগরিক পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশ টিভি, চ্যানেল আই, বেঙ্গল ফাউন্ডেশন, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, নৃত্যকলা কেন্দ্র, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, নাগরিক নাট্যাঙ্গল অনসাম্বল, থিয়েটার আর্ট ইউনিট, লোকনাট্য দল, টিভি শিল্পী সংস্থা, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় কবিতা পরিষদ, আরণ্যক নাট্যদল, বাংলাদেশ পথনাটক পরিষদ, যুবমৈত্রী, কোয়ান্টাম, ইউনিভার্সেল থিয়েটার, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রিয় অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন অভিনেতা খায়রুল আলম সবুজ, রবীন্দ্র গবেষক নুরুল আনোয়ার, শিল্পী তিমীর নন্দী, নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যাভিনেতা ও নির্দেশক আতাউর রহমান, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, চলচ্চিত্র ব্যক্তিত্ব মশিউদ্দিন শাকের, চাষী নজরুল ইসলাম, মোরশেদুল ইসলাম, নূহ-উল-আলম লেনিন, নাট্যাভিনেত্রী ফেরদৌসী মজুমদার, অভিনেতা মাসুম আজিজ, নাট্যকর্মী আফরোজা বানু, ত্রপা মজুমদারসহ অনেকে। আয়োজক সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয়।

অন্যদিকে ফুলেল শ্রদ্ধা নিবেদনের ফাঁকে ফাঁকে সংক্ষিপ্ত শ্রদ্ধার্ঘ্য-স্মৃতিতর্পনে অংশ নেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আলী যাকের, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ঝুনা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, জীবনের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ তাকে একজন স্বতন্ত্র শিল্পীর আসনে বসিয়েছে। নিজে কাজ ভালোবাসতেন, সেই সঙ্গে কাজ পাগল মানুষদের শ্রদ্ধা করতেন খালেদ খান। তারা বলেন, তার মতো এমন বাচিক অভিনেতা আমাদের সমকালে বিরল দৃষ্টান্ত। নিজস্ব মেধার বলয়ে তিনি আমাদের মাঝে প্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন।

শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর শিল্পকলা একাডেমীতে মরদেহ নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হবে টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়িতে। সেখানেই শায়িত হবেন খালেদ খান।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টা ১৮ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদ খান।

(দ্য রিপোর্ট/শাহ/এমএ/ডিসেম্বর21,2013)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর