thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

লক্ষ্মীছড়িতে দুই পাহাড়ি সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধ

২০১৩ ডিসেম্বর ২১ ১৪:৪৪:২১
লক্ষ্মীছড়িতে দুই পাহাড়ি সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধ

খাগড়াছড়ি সংবাদদাতা : জেলার লক্ষ্মীছড়িতে বিবাদমান দুই পাহাড়ি সংগঠনের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুর্গম রক্তছড়ি এলাকায় শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধ চলে।

বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফকর্মী ও এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বন্দুকযুদ্ধের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করলেও উভয়পক্ষ তা অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, শনিবার সকাল ৭টার দিকে রক্তছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। থেমে থেমে সকাল ১০টা পর্যন্ত তা চলে। এ সময় দুই ইউপিডিএফকর্মী ও দৌড়ে পালানোর সময় ওবামা মারমা (২৪) নামের এক পথচারী আহত হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, রক্তছড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এলাকাটি খুবই দুর্গম হওয়ায় বিস্তারিত জানা যায়নি।

গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার হাসান আরাফাত জানান, দুইপক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা যায়নি। তবে ইউপিডিএফ ও জেএসএস উভয়পক্ষই বন্দুকযুদ্ধের বিষয়টি অস্বীকার করেছে।

(দ্য রিপোর্ট/এইচএমপি/শাহ/এমএআর/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর