thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বান্দরবানের ১৩ কেন্দ্রে নির্বাচনী কাজে হেলিকপ্টার

২০১৩ ডিসেম্বর ২১ ১৫:৩২:২৩
বান্দরবানের ১৩ কেন্দ্রে নির্বাচনী কাজে হেলিকপ্টার

বান্দরবান সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে দুর্গম ১৩ কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচনে ১৬৩ প্রিসাইডিং অফিসার, ৫৯৩ সহকারী প্রিসাইডিং অফিসারসহ প্রায় দুই হাজার লোক নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন।

যোগাযোগ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস।

কেন্দ্রগুলো হচ্ছে- থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের দলিয়ানপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাখায়ইংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মধু বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তীন্দু ইউনিয়নের তীন্দু গুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাই থোয়াই হ্লা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম উপজেলার আলীকদম সদর ইউনিয়নের করুকপাতাপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামহুরী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের পাকনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনতিয়া হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, দশম সংসদ নির্বাচনে বান্দরবানের দুর্গম ১৩ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। হেলিকপ্টার সহযোগিতার জন্য সেনাবাহিনীকে লিখিত চিঠিও দেয়া হয়েছে।

এ ছাড়াও নির্বাচনে ১৬৩ জন প্রিসাইডিং অফিসার, ৫৯৩ সহকারী প্রিসাইডিং অফিসারসহ প্রায় দুই হাজার লোক নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এএস/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর