thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নিউ ইয়র্কে গাড়ি চাপায় বাংলাদেশি শিশু নিহত

২০১৩ ডিসেম্বর ২১ ১৫:৫২:২২
নিউ ইয়র্কে গাড়ি চাপায় বাংলাদেশি শিশু নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে শুক্রবার একটি ট্রাকটর ট্রেইলারের চাপায় এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম নিশাত নাহিয়ান (৮)। রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় নিশাতের সঙ্গে তার ১১ বছর বয়সী বোনও ছিল। খবর নিউইয়র্ক ডেইলি নিউজের।

পুলিশ জানিয়েছে, নিশাত যখন তার বোনের সঙ্গে হেঁটে রাস্তা পার হচ্ছিল তখন একটি ট্রাকটর ট্রেইলার তাকে আঘাত করে। এতে সে নিহত হয়।

নিহত শিশুর বাবা মোহাম্মদ ওসমা মিয়া (৪০) কাঁদতে কাঁদতে বলেন, ‘ও আমার ছেলে, আমার একমাত্র ছেলে।’

এদিকে পুলিশ ওই ট্রাকটর ট্রেইলারের চালক ওসোরিও-পালোমিনোসকে আটক করেছে। ওই চালকের বিরুদ্ধে লাইসেন্সহীন নিম্নমানের গাড়ি এবং নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/এসবি/রাসেল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর