thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

জয় পেতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১১৬

২০১৩ ডিসেম্বর ২১ ১৬:৪৫:১৯
জয় পেতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১১৬

দ্য রিপোর্ট ডেস্ক : তৃতীয় টেস্ট শেষ হতে বাকি আরও ২ দিন। নির্ধারিত দিন শেষ হওয়ার আগেই জয় দেখছে নিউজিল্যান্ড। বাকি ২ দিনে ব্রেন্ডন ম্যাককুলামের দলকে করতে হবে ১১৬ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রান করেছে তারা।

প্রথম ইনিংসে দুর্দান্ত পারফর্ম করলেও দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে। জ্বলে উঠতে পারেননি আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শিবনারায়ণ চন্দরপল ও দিনেশ রামদিন। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নেইল ওয়াগনার ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। বোল্ট ৪টি, সাউদি ৩টি ও ওয়াগনার নিয়েছেন ২টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে স্কোর গড়তে না পারায় প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বিকেলে জয়ের জন্য খেলতে নেমে কোনো উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ৪ রান নিয়ে ব্যাট করছেন পিটার ফুলটন। এখনো রানের খাতা খোলেননি সঙ্গী হামিশ রুথারফোর্ড।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৬/০ (ফুলটন ৪*, রুথারফোর্ড ০*); দ্বিতীয় ইনিংস : ৩৪৯

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১০৩ (সামি ২৪, চন্দরপল ১৮; বোল্ট ৪/২৩); দ্বিতীয় ইনিংস : ৩৬৭।

(দ্য রিপোর্ট/সিজি/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর