thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ২১ ১৬:৫৭:৩৭
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বর

ঢাবি প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনেকটা নিরুত্তাপভাবেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০১৩-১৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন।

আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের নির্বাচনের প্রার্থী বাছাই ও মনোয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি বছরই শিক্ষক সমিতির নির্বাচন হয়ে থাকে। নির্বাচিত কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করে।

এ বছর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. একে ফজলুল হক শাহ।

বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম। সহ-সভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন খান। কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। সাধারণ সম্পাদক পদে সিনেট সদস্য ও প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ। যুগ্ম সম্পাদক পদে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.দিলীপ কুমার বড়ুয়া।

এ ছাড়া বাকি সাত সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়া সাদা দলের প্রার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের আবু আহমেদ, সিনেট সদস্য ও ক্লিনিক্যাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, সিনেট সদস্য ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোঃ আবদুস সালাম, সিনেট-সিন্ডিকেট সদস্য ও পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান এবং তথ্যপরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, সিনেট সদস্য ও প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা নুর ইসলাম, সিনেট সদস্য ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ।

অন্যদিকে আওয়ামী ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনেট ও সিন্ডিকেট সদস্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে সিনেট সদস্য ও ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক, কোষাধ্যক্ষ পদে সিনেট সদস্য ও ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। যুগ্ম সম্পাদক সিনেট সদস্য ও ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান।

বাকি সাত সদস্য পদে অংশ নেওয়া প্রার্থীরা হলেন- সিনেট সদস্য টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মোঃ শফিউল আলম ভূইয়া, সিনেট সদস্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত, সিনেট সদস্য-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, সিনেট সদস্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী। সিনেট সদস্য ও পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন, সিনেট সদস্য ও পালি এবং বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, সিনেট সদস্য ও ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। সিনেট সদস্য ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, সিনেট সদস্য ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, সিনেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর