thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

তাড়াশে মোটরসাইকেল চালককে হত্যা

২০১৩ ডিসেম্বর ২১ ১৭:২৭:২৬
তাড়াশে মোটরসাইকেল চালককে হত্যা

সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলার তাড়াশে নয়ন সরকার (৩২) নামের মোটরসাইকেল চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নয়ন উপজেলার বারুহাস ইউনিয়নের বিনতপুর গ্রামের নীরেন সরকারের ছেলে।

পুলিশ জানায়, নয়ন ভাড়ায় মোটরসাইকেল চালাতো। শুক্রবার সন্ধ্যার পর দুই ছিনতাইকারী তার মোটরসাইকেল ভাড়া নেয়। তারা কহিত এলাকায় পৌঁছে নয়নকে শ্বাসরোধে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে আধাকিলোমিটার দূরে খেলার মাঠে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ওই ঘটনায় নিহতের ভগ্নিপতি মধুসূদন সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেছেন।

(দ্য রিপোর্ট/আরকে/এমএআর/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর