thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান

২০১৩ ডিসেম্বর ২১ ১৭:২৯:৩৫
পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদদাতা : যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সেক্টর কমান্ডারস ফোরাম মানববন্ধন করেছে।

স্থানীয় প্রেস ক্লাব চত্বরে শনিবার দুপুর একটায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াত-শিবির বাংলাদেশকে আবারো পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। দেশ ও জাতিকে পাকিস্তানের এসব প্রেতাত্মার ব্যাপারে সতর্ক থাকার জন্য ও পাকিস্তানের পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পাকিস্তানের তৈরি সেমাইয়ের প্যাকেট ও জুসের বোতলও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

জেলা সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু, মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি আলী আকবর মজুমদার, সেক্টর কমান্ডার’স ফোরামের যুগ্ম-আহ্বায়ক গাজী রতন মিয়া, মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, সচেতন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসকে/এমএইচও/এসবি/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর