thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আটক ২৯ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

২০১৩ ডিসেম্বর ২১ ১৮:০৮:০২
আটক ২৯ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

বাগেরহাট সংবাদদাতা : বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ এবং মৎস্য আহরণের অভিযোগে আটক ২৯ ভারতীয় জেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে তাদের মংলা থানা থেকে বাগেরহাটের আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মংলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

আটককৃতরা হলেন- ছোটন দাস (১৮), মিথুন জয় দাস (২৪), গঙ্গাধর দাস (৪২), হাকিম আলী ওরফে বাবুল (৫০), সেন্টু মণ্ডল (৩৬), নিরঞ্জন দাস (২০), সেন্টু দাস (২০), প্রকাশ দাস (২৫), মনরঞ্জন দাস (৩৫), রোপন দাস (৩৩), লালমোহন দাস (৪০), ধ্রুব দাস (১৮), দপন দস (৩০), জ্যোতিষ দাস (৪০), লিটন দাস (২৩), ধনা দাস (৩৩), ববোধ বিশ্বাস (৩০), চিত্তরঞ্জন দাস (৩২), অভি দাস (২৩), অনিল দাস (২৮), আকাশ দাস (২৫), জগিমালী দাস (৪৭), রুপন দাস (২৫), মরণ দাসন (২৭), অজিত দাস (৪০), দুলাল দাস (৪২), মোহল কৃষ্ণ (২৫), অভি রঞ্জন দাস (৩৫) ও বনমালী দাস (৪৪)। তাদের সবার বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।

মংলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মংলা থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় শুক্রবার সকাল ১০টায় নৌবাহিনী দুটি ফিশিং ট্রলার ও ২৯ ভারতীয় জেলেকে আটক করা হয়। রাত সাড়ে ১১টায় মংলা থানায় তাদের হস্তান্তর করা হয়।

তিনি জানান, এ ব্যাপারে নৌবাহিনীর পিও এম জাকির হোসেন বাদী হয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মংলা থানায় একটি মামলা করেছেন।

(দ্য রিপোর্ট/এএস/এসবি/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর