thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হাজীগঞ্জে আ.লীগের মিছিলে হামলা, আহত ৭

২০১৩ ডিসেম্বর ২১ ১৮:১২:৩১
হাজীগঞ্জে আ.লীগের মিছিলে হামলা, আহত ৭

চাঁদপুর সংবাদদাতা : জেলার হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের পাতানিশ আড়ং বাজারে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের আনন্দ মিছিলে জামায়াত-শিবিরকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রলীগের সাত কর্মী আহত হন।

আহত ছাত্রলীগের কর্মীরা হলেন- ইকবাল, লিটন, মাসুদ, শাওন, সোহাগ, সাব্বির ও মামুন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শাহ আলম দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু দ্য রিপোর্টকে জানান, ধড্ডা আড়ং বাজার থেকে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের একটি আনন্দ মিছিল পাতানিশ আড়ং বাজারে এলে জামায়াত-শিবিরকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগের সাত কর্মী আহত হন।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক পাটওয়ারী দ্য রিপোর্টকে জানান, জামায়াত-শিবিরকর্মীরা মিছিল লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে। এতে সাত কর্মী আহত হন।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এমএআর/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর