thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

রমনায় পৌষমেলা

২০১৩ ডিসেম্বর ২১ ১৮:২৬:৫৯
রমনায় পৌষমেলা

দ্য রিপোর্ট ডেস্ক : পৌষমেলা গ্রাম বাংলার অন্যতম উৎসব। সে উৎসব আর গ্রামে সীমিত নেই। নাগরিক পরিসরেই নিয়মিত উদযাপিত হচ্ছে পৌষমেলা। বরাবরের মতো রমনার বটমূলে শুক্রবার থেকে চলছে তিন দিনব্যাপী পৌষমেলা।

এবারের মেলার মূল প্রতিপাদ্য, ‘শহীদের রক্তকণিকা থেকে জন্ম নেবে পৌষের শিশির বিন্দু’। মেলার আয়োজন করেছে ‘পৌষমেলা উদযাপন পরিষদ’।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ শুক্রবার মেলার উদ্বোধন করেন। মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব ঝুনা চৌধুরী প্রমুখ।

মেলা উপলক্ষে রমনার বটমূলে মঞ্চের সামনে শামিয়ানা টানিয়ে শ্রোতাদের বসার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের বাঁ পাশে রয়েছে স্টলের সারি। সেখানে রয়েছে হরেক রকমের পিঠাপুলি, পায়েস, মিষ্টি খেজুরের রস আর গরম চায়ের ব্যবস্থা। রয়েছে নানা রকমের কারুপণ্যের সমারোহও। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কমতি নেই দর্শনার্থীর।

পৌষমেলা চলছে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলা শেষ হবে রবিবারে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আইজেকে/নূরুল/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর