thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঝিনাইদহে কাতার ফেরত যুবক নিহত

২০১৩ ডিসেম্বর ২১ ১৯:০০:২৫
ঝিনাইদহে কাতার ফেরত যুবক নিহত

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন কাতার ফেরত যুবক সিরাজুল ইসলাম।

সাধুহাটি গ্রামের পান্তাপাড়া ভুট্টাক্ষেতে শনিবার বিকেলে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিরাজুল আদিলুদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার দাউদ হোসেন দ্য রিপোর্টকে জানান, সিরাজুল কাতার থেকে এ মাসে সাধুহাটি গ্রামে ফিরে আসেন। শুক্রবার রাতে কে বা কারা মোবাইলে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। পরে রাতে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় ডাকবাংলা ক্যাম্প পুলিশকে জানায়।

তিনি আরও জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন সাধুহাটি গ্রামের ভুট্টাক্ষেতে গলায় মাফলার দিয়ে পেঁচানো অবস্থায় সিরাজুলের মৃতদেহ দেখতে পায়। পরে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর