thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পাকিস্তান পার্লামেন্টের নিন্দা প্রস্তাবে সাতক্ষীরায় মানববন্ধন

২০১৩ ডিসেম্বর ২১ ১৯:০৪:৩১
পাকিস্তান পার্লামেন্টের নিন্দা প্রস্তাবে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা : আব্দুল কাদের মোল্লার ফাঁসির ঘটনায় পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাসের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা প্রেস ক্লাব।

সাতক্ষীরা-আশাশুনি সড়কে জেলা প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুসারে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ঘটনায় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গৃহীত হওয়া বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় পাকিস্তান সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে ঢাকাস্থ পাকিস্তানি হাইকমিশন বন্ধ করে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি অ্যাডভোকেট অরুণ ব্যানার্জী, দিনকালের সাতক্ষীরা প্রতিনিধি আবদুল বারী, সংবাদের আবুল কাসেম প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর