thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাইক্লিংয়ে বিজেএমসিই সেরা

২০১৩ ডিসেম্বর ২১ ১৯:০৯:৩৭
সাইক্লিংয়ে বিজেএমসিই সেরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস সাইক্লিংয়ে শনিবার ৭টি ইভেন্টের খেলা হয়েছে। এর মধ্যে ৬টিতেই প্রথম স্থান পেয়েছেন বিজেএমসির সাইক্লিস্টরা।

পুরুষদের সিনিয়র বিভাগে ১৫০০০ মিটার স্ক্র্যাচে প্রথম হয়েছেন বিজেএমসির ইয়াসিন। দ্বিতীয় একই দলের শামীম এবং তৃতীয় হয়েছেন বিডিসির রিত্ত।

পুরুষদের জুনিয়র বিভাগে ৮০০০ মিটার স্ক্র্যাচে বিজেএমসির সুরুজ মিয়া প্রথম, দিনাজপুর জেলার নূর আলম দ্বিতীয় ও সাইকেল লাইফের শামীম তৃতীয় স্থান পেয়েছেন।

এদিকে প্রমীলাদের জুনিয়র বিভাগে ৬০০০ মিটার স্ক্র্যাচে বিজেএমসির প্রতিমা রায়, বিডিসির ফাহামিদা খানম ও বিজেএসসির গীতা রায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।

এছাড়া পুরুষদের স্কুল বিভাগে ৪০০০ মিটার স্ক্র্যাচে বিডিসির কপিল রাফিদ, পুরুষদের সিনিয়র বিভাগে বিজেএমসির আলমগীর হোসেন, প্রমীলাদের সিনিয়র বিভাগে বিজেএমসির ফারহানা সুলতানা শীলা ও পুরুষদের জুনিয়র বিভাগে বিজএমসির সুরুজ মিয়া প্রথম স্থান অধিকার করেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর