thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নির্বাচনের স্থায়ী পদ্ধতি খোঁজার অনুরোধ আনু মুহাম্মদের

২০১৩ ডিসেম্বর ২১ ১৯:১৬:৪৭
নির্বাচনের স্থায়ী পদ্ধতি খোঁজার অনুরোধ আনু মুহাম্মদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাক নির্বাচনী সহিংসতা বন্ধে রাজনীতিবিদদের নির্বাচনের স্থায়ী পদ্ধতি খোঁজার অনুরোধ জানিয়েছেন ড. আনু মুহম্মদ।

তিনি বলেছেন, ‘নির্বাচনের স্থায়ী পদ্ধতি, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং সহিংসতার রাজনীতি পরিহার করতে রাজনীতিবিদদের মধ্যে ঐক্য গড়তে হবে। তা না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শনিবার বিকেলে গণতান্ত্রিক বামমোর্চার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ‘দেশ ধ্বংস হয়ে যাচ্ছে অথচ দুই দলের মধ্যে কোনো অনুশোচনা নেই। এর মধ্যে তারা আবার দেশবিরোধী নানা চুক্তিও করে ফেলছে। তাই বামপন্থিদেরই দেশরক্ষার দায়িত্ব নিতে হবে।’

গণতান্ত্রিক বামমোর্চার আহ্বায়ক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বাসদ নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদ নেতা মহিউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/ডিসেম্বর ২১,২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর