thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বগুড়ায় অস্ত্র গুলিসহ আটক ৫

২০১৩ ডিসেম্বর ২১ ১৯:৫০:১৩
বগুড়ায় অস্ত্র গুলিসহ আটক ৫

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় অস্ত্র ও গুলিসহ যুবলীগের পাঁচ কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া সার্কিট হাউজ এলাকা থেকে এদের আটক করা হয়।

এরা হলেন- শহরের ফুলতলার শুকুর আলীর ছেলে নান্টু (২৮) ও তার ছোট ভাই ঝন্টু (২৬), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে নাজমুল হক (৩০), নাটাইপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হাসান (২২) এবং মুন্সিগঞ্জ জেলার দারোগা পাড়ার মজিবর রহমানের ছেলে তুহিন (২০)।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, আটকরা ২টি মোটরসাইকেলযোগে বগুড়া সার্কিট হাউজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঘোড়ার মোড়ে গোয়েন্দা পুলিশের টহল দলের সন্দেহ হলে এদেরকে আটক করে শরীর তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

বগুড়া জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু বলেন, আটকরা নিজেদের অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য যুবলীগের পরিচয় দিয়েছে। আমার জানা মতে তারা কোন ওয়ার্ডের যুবলীগকর্মী নয়।

তিনি বলেন, আটক যুবলীগকর্মী বা সমর্থক কী না সে ব্যাপারে প্রত্যেক ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এসবি/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর