thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শেষ হলো বিজয় দিবস কারাতে

২০১৩ ডিসেম্বর ২১ ২০:০০:২৫
শেষ হলো বিজয় দিবস কারাতে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২ দিনব্যাপী আয়োজিত বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা শেষ হয়েছে শনিবার।

জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে প্রমীলাদের কুমিতে মাইনাস ৬০ কেজি ওজেন শ্রেণীতের ইয়াং কিং মার্শা আর্ট সেন্টার নারায়নগঞ্জের নাজমা স্বর্ণ, কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের আলভীনা রহমান রৌপ্য এবং ইয়াং কিং মার্শাল আর্টে বিউটি ব্রোঞ্জপদক জিতেছেন।

জুনিয়র পুরুষ ১৬-১৮ বছর ৪০ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ সিতো: কা: দোইউ: এরই ব্রাহীম স্বর্ণ, ন্যাশনাল কারাতে স্কুলের রুবেল রৌপ্য এবং সিতোকাই কারাতে অ্যাসোসিয়েশনের আরমান হোসেন ব্রোঞ্জপদক জিতেছেন।

সিনিয়র পুরুষ ৪৫ কেজিতে বাংলাদেশ সিতো: কা: এর মাসুদ রানা এবং সিনিয়র পুরুষ ৫০ কেজিতে বাংলাদেশ সিতো: কা: দোইউ: এর রাকিবুল ইসলাম স্বর্ণপদক জিতেছেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেছেন প্রবাসিকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনায়লয়ের সচিব ড. জাফর আহমেদ খান।এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশোনাল ডিরেক্টর ও হেড অফ স্পোর্টস অ্যান্ড গেমস এফ এম ইকবাল বিন আনোয়ার।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর