thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শীর্ষেই জামাল

২০১৩ ডিসেম্বর ২১ ২০:৪১:০৯
শীর্ষেই জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত টাটা ওপেনের তৃতীয় রাউন্ডেও শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্যা।

শনিবার পারের চেয়ে ২ শট কম খেলে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন জামাল। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম নিয়ে ২৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের আরেক প্রতিযোগী শাখাওয়াত হোসেন সোহেল। ৬৮ শটে খেলে যৌথভাবে ২০তম স্থানে উঠেছেন।

ঝাড়খন্ডের জামশেদপুরের বেলদি অ্যান্ড গোলমুরি গলফ ক্লাবে তৃতীয় রাউন্ডে ৬৯ শটে খেলে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন জামাল। ৩ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১শট এগিয়ে রয়েছেন জামাল। জামালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ভারতের এম ধর্ম।

এদিকে ভুটান অ্যামেচার ওপেনেও শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের গলফার সজিব।দ্বিতীয় রাউন্ডে পারের চেযে ৩ শট কম খেলেছেন তিনি। রয়্যাল থিম্পু গলফ কাবে আয়োজিত প্রতিযোগিতায় ২ রাউন্ড মিলিয়ে ১৩৭ শটে খেলেছেন সজিব।

প্রথম রাউন্ডে ৭০ শট ও দ্বিতীয় রাউন্ডে ৬৭ শটে খেলে সবমিলিয়ে পারের চেয়ে ২ শট এগিয়ে রয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর