thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বান্দরবানে হাতির পায়ে পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২১ ২১:০০:০২
বান্দরবানে হাতির পায়ে পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বান্দরবান সংবাদদাতা : জেলার নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে শফি আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই কিশোরের বাবা আবুল হোসেন ও মা মনোয়ারা বেগম।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফুলতলীর কাঠাল ছড়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট জামছড়ি গ্রামের আবুল হোসেন তার ও ছেলেকে নিয়ে কাঠালছড়া পাহাড়ে লাকড়ী সংগ্রহের জন্য যান। সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফেরার পথে ৮/১০টি বন্যহাতির পালের সামনে পড়ে যান তারা। এ সময় বন্যহাতির পালটি তাদের ওপর আক্রমণ করে। এতে শফি হাতির পায়ের তলায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আবুল হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম আহত হন।

(দ্য রিপোর্ট/জেআর/এমএইচও/এসবি/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর