thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জোহরা তাজউদ্দীনের দাফন রবিবার

২০১৩ ডিসেম্বর ২১ ২২:১১:৫৫
জোহরা তাজউদ্দীনের দাফন রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : জোহরা তাজউদ্দীনকে রবিবার বাদ মাগরিব রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে বাদ জহুর তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ২০ ডিসেম্বর সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সৈয়দা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ছিলেন। পচাত্তর পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলটির হাল ধরেছিলেন তিনি। নানা চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশের প্রাচীনতম এই দলের আহ্বায়ক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরলে তার হাতে দলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে হিংসা হানাহানির রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

উল্লেখ্য জোহরা তাজউদ্দীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের সহধর্মীনি।

তাজউদ্দীন পরিবারের চার সন্তান। এদের মধ্যে সিমিন হোসেন রিমি বর্তমানে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংসদ সদস্য (গাজীপুর-৪)। পরিবারের কনিষ্ট সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ একই আসন থেকে এমপি নির্বাচিত হয়ে মহাজোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর এমপিত্ব ও মন্ত্রীত্ব ত্যাগ করে আমেরিকায় চলে যান।

(দ্য রিপোর্ট/বিকে/এসবি/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর