thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

প্রাইম ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্সের আইসিএবি পুরস্কার লাভ

২০১৩ ডিসেম্বর ২১ ২২:৫৭:০৬
প্রাইম ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্সের আইসিএবি পুরস্কার লাভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সর্বোৎকৃষ্ট বার্ষিক প্রতিবেদন এবং করপোরেট খাতে সুশাসনের জন্য আইসিএবি জাতীয় পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) মোট ১১টি ক্যাটাগরির মধ্যে ৯টিতে ৩৫টি প্রতিষ্ঠানকে এই জাতীয় পুরস্কার প্রদান করে।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এছাড়া সার্ক বাৎসরিক পুরস্কার দেওয়া হয়েছে চার প্রতিষ্ঠানকে। সেবা এবং কৃষিখাতে কোনো প্রতিষ্ঠান পুরস্কার পায়নি।

বেসরকারি ব্যাংকিংখাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। এছাড়া, আর্থিক সেবাখাত ও ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। করপোরেট সুশাসনের জন্য সার্ক বাৎসরিক পুরস্কার (তৃতীয়) পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।

বেসরকারি ব্যাংকিংখাত ও সার্ক বাৎসরিক পুরস্কার- এই দুই ক্যাটাগরিতে প্রাইম ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহম্মেদ কামাল খান চৌধুরী।

ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ম্যানেজিং ডিরেক্টর মো. এজহার হোসেন।

পুরস্কার প্রধান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গত ১০ বছরের তুলনায় আওয়ামী লীগের এই পাঁচ বছরে দেশের অর্থনীতিতে বেশ অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি ধরে রাখতে হলে দরকার শান্তি। তাই আমাদের এই সহিংসতাপূর্ণ আন্দোলন অবশ্যই প্রতিহত করতে হবে এবং অবশ্যই তা করতে হবে।

তিনি আরো জানান, মোট ১১টি ক্যাটাগরির মধ্যে নয় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। বাকি দুই ক্যাটাগরিতে কেউ পুরস্কার পায়নি। সেবা ও কৃষিখাতে পুরস্কার না পাওয়া খুবই দুর্ভাগ্যজনক। এই দুই খাতের প্রতিষ্ঠানগুলোকে ভালো অ্যাকাউন্টিং ইউনিট গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম বলেন, ২০০১ সাল থেকে শুরু করে আইসিএবি সর্বোত্তম বাৎসরিক রিপোর্ট প্রণয়নের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করে আসছে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর আইসিএবি তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান (ফাইন্যান্সসিয়াল/নন-ফাইন্যান্সসিয়াল) এই স্বীকৃতি প্রদান করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আইসিএবি এভাবে করপোরেট খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা, জ্ঞান, দক্ষতা, পেশাগত যোগ্যতা, নৈতিক গুণাবলির চর্চায় উৎকর্ষতা অর্জনে সক্রিয় ভূমিকা রাখবে।

বণিজ্য সচিব মাহবুব আহমেদ, আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম, সর্বোৎকৃষ্ট প্রতিবেদন সংক্রান্ত পর্যালোচনা কমিটির চেয়ারম্যান, কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি আব্বাস উদ্দিন খানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সরকারি ব্যাংকিংখাতে এবার প্রথম স্থান দখল করেছে রূপালী ব্যাংক।

বেসরকারি ব্যাংকিংখাতে প্রথম স্থান দখল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড এবং তৃতীয় স্থান অধিকার করেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এছাড়া ১১টি ব্যাংককে সার্টিফিকেট অব মেরিট দেওয়া হয়।

আর্থিক সেবাখাতে প্রথম স্থান দখল করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, দ্বিতীয় স্থানে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও উত্তরা ফাইন্যান্সকে সার্টিফিকেট অব মেরিট দেওয়া হয়।

ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, দ্বিতীয় স্থানে গ্রীণ ডেল্টা ও তৃতীয় স্থানে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

করপোরেট সুশাসনের জন্য সার্ক বাৎসরিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করেছে যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

উৎপাদনশীল প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড, দ্বিতীয় স্থানে গ্ল্যাক্সোস্মিথকেলাইন বাংলাদেশ লিমিটেড এবং বিএসআরএম তৃতীয় স্থান দখল করেছে।

যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে পুরস্কার পেয়েছে গ্রামীণফোন লিমিটেড।

এনজিওগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে উদ্দীপন, দ্বিতীয় স্থানে ব্র্যাক ও তৃতীয় স্থানে ব্যুরো বাংলাদেশ।

সরকারি প্রতিষ্ঠান খাতে ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ প্রথম পুরস্কার লাভ করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/এমএআর/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর