thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মেডিকেল র্বোড গঠন

পোলিও টিকা খেয়ে শিশু মৃত্যুর অভিযোগ

২০১৩ ডিসেম্বর ২১ ২৩:৪১:৫১
পোলিও টিকা খেয়ে শিশু মৃত্যুর অভিযোগ

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা গ্রামে ১৩ দিনের শিশু জেমি নেছা পোলিও টিকা খাওয়ার পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর চার সদস্যের একটি মেডিকেল র্বোড গঠন করেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার পোলিও টিকা খাওয়ানোর কিছু সময় পরেই শিশুটি মারা যায়। শিশুটির মা মিতু আখতার জানান, স্বাস্থ্যকর্মী তহমিনা বাড়িতে এসে তার ১৩ দিনের শিশু জেমি নেছাকে পোলিও টিকা খাওয়ান। এরপরেই জেমির শরীরের রঙ হলুদ হয়ে যায় এবং ২০ মিনিট পরেই তার মৃত্যু হয়। টিকা খাওয়ানোর আগে জেমি সুস্থ ছিল। পোলিও টিকা খাওয়ার কারণেই জেমির মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার দাস বলেন, ‘আমি শিশুটির লাশ দেখেছি। লাশটি হলুদ রঙ ধারন করেছে। পোলিও খাওয়ানোর পর শিশুটির এই অবস্থা হয়েছে বলে আমাকে মৃত শিশুটির পারিবার জানিয়েছেন।’

তিনি বলেন, ‘পোলিও টিকা খাওয়ানোর পর শিশুর মৃত্যু ঘটেছে এমন খবরে তিনিসহ জেলা সিভিল সার্জন অফিসের ডিজিস কন্ট্রোল ডা. আমানুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাধেশ্যাম আগরওয়ালা ও শিশু বিশেষজ্ঞ সফিউল আজমসহ চার সদস্যের একটি মেডিকেল র্বোড গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন দ্যা রিপোর্টকে বলেন, ‘শিশু মৃত্যুর খবরে একটি মেডিকেল বোর্ড কাজ করছে তাদের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/এএএম/এমসি/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর