thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঢামেকে বিডিআর বিদ্রোহের আসামির মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২২ ০০:৩২:১৭
ঢামেকে বিডিআর বিদ্রোহের আসামির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন (৬১) নামের বিডিআর বিদ্রোহের এক আসামির মৃত্যু হয়েছে।

জেল সূত্রে জানা যায়, বিডিআর বিদ্রোহ মামলার আসামি আব্দুল মতিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। শনিবার ভোর সাড়ে ৪টায় অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। এ সময় তাকে কার্ডিওলজি বিভাগের ১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্টার ডা. কৃষ্ণপদ বনিক মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

মৃতের জামাই মাহবুবুল হক জনান, আব্দুল মতিনের বাবার নাম আব্দুল জলিল। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানা সদরে।

(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/এমসি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর