thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যশোর ছাত্রলীগ সভাপতির বাসায় বোমা হামলা

২০১৩ ডিসেম্বর ২২ ০১:৩০:৫২
যশোর ছাত্রলীগ সভাপতির বাসায় বোমা হামলা

যশোর সংবাদদাতা : যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার বাড়িতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলা চালানো হয়। বোমা হামলায় কেউ হতাহত হয়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ অভিযোগ করে দ্য রিপোর্টকে জানান, বিএনপি-জামায়াতকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রণজিৎ রায়ের যশোর শহরের বারান্দিপাড়ার বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এমসি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর