thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইরাকে আত্মঘাতি হামলায় ১৮ সেনা নিহত

২০১৩ ডিসেম্বর ২২ ০২:১৯:৪১
ইরাকে আত্মঘাতি হামলায় ১৮ সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের সুন্নি অধ্যুসিত আনবার প্রদেশে শনিবার এক আত্মঘাতি বোমা হামলায় ১৮ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়াও কমপক্ষে ৩২ সেনা আহত হয়েছেন। খবর এনডিটিভির।

তবে সুন্নিযোদ্ধা নিয়ন্ত্রিত ওই এলাকায় এতো বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতির কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে জানা যায়নি।

একাধিক সূত্র জানিয়েছে, বাগদাদ থেকে ২২৫ মাইল পশ্চিমে রুটবা শহরে সেনা কর্মকর্তাদের পাশে তিনজন আত্মঘাতি বোমা হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি হামলা পরিচালনাকারী যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তবে এখনো কেউ এ হামলার কথা স্বীকার করেনি।

ধারণা করা হচ্ছে, এ হামলার সঙ্গে আল-কায়দা সম্পৃক্ত সুন্নি যোদ্ধারা জড়িত আছে। গত পাঁচ বছর ধরে ইরাকে আল-কায়দার সম্পৃক্ত সশস্ত্রগোষ্ঠীগুলো দেশটির শিয়া সরকারের অধীন নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের ওপর অসংখ্য হামলা চালিয়ে আসছে।

এছাড়াও একই দিনে বাগদাদের ৩০০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরে রাস্তার পাশে রাখা একটি পৃথক বোমা হামলায় পুলিশের এক কর্মকর্তা নিহত ও চার সদস্য আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর