thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

১ লাখ সেনা নিয়ে জিসিসি যৌথবাহিনী

২০১৩ ডিসেম্বর ২২ ০৪:৩৫:৫১
১ লাখ সেনা নিয়ে জিসিসি যৌথবাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক লাখ সেনা কর্মকর্তা ও সদস্য নিয়ে সমন্বিত সামরিক কমান্ডের অধীনে একটি উপসাগরীয় সামরিক বাহিনী গঠনের কথা জানিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী। খবর গাল্ফ নিউজের।

প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মিতাব বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ শনিবার এক বিবৃতিতে বলেন, ‘সৌদি আরবের সেনাবাহিনীর সদস্যরা উপসাগরীয় সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত। এই বাহিনী উপসাগরীয় সহযোগিতামূলক পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করবে।’ আরব জাতি ও সম্পূর্ণ মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রকৃত ক্ষমতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ‘সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের প্রস্তাবিত জিসিসির এ বাহিনী উপসাগরীয় দেশগুলোর বৈদেশিক সম্পর্ককে আরো শক্ত করবে এবং তাদের নিরাপত্তা, প্রতিরক্ষা ও অর্থনীতিকে আরো শক্তিশালী করবে।

এর আগে চলতি বছরের ১২ ডিসেম্বর জিসিসির ৩৪তম শীর্ষ সম্মেলনে ওমানের বিরোধীতা স্বত্বেও সৌদিআরবের প্রস্তাব অনুযায়ী একটি যৌথ সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(দ্যা রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর