thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাতক্ষীরায় যৌথবাহিনী-জামায়াত সংঘর্ষ, গুলিবিদ্ধ এক

২০১৩ ডিসেম্বর ২২ ০৯:৩৭:২২
সাতক্ষীরায় যৌথবাহিনী-জামায়াত সংঘর্ষ, গুলিবিদ্ধ এক

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে এক শিবির নেতা আহত হয়েছেন। কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গড়েরমাঠে রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

আহত শিবির নেতার নাম আশরাফুল ইসলাম বাবু (১৯)। তিনি কালিগঞ্জ উপজেলার মুকন্দ মধুসূদনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তাকে প্রথমে কালিগঞ্জ ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মাহমুদপুরে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এ সময় আলীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিকুল ইসলাম, ইউপি সদস্য বিএনপি নেতা আনিসুর রহমান ও তার ভাই সীমান্ত আদর্শ কলেজের প্রিন্সিপাল আজিজুল ইসলামের বাড়ি ভাঙচুর করা হয়।

এদিকে যৌথবাহিনীর অভিযানে পাটকেলঘাটা থেকে তিনজন, কলারোয়া থেকে দুজন ও গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী পৃথক ঘটনা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, মাহমুদপুরে বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর করে থাকতে পারে। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর