thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভারতের বিমানবাহিনীতে নিজেদের তৈরি ‘তেজাস’

২০১৩ ডিসেম্বর ২২ ০৯:৩৮:৩৯
ভারতের বিমানবাহিনীতে নিজেদের তৈরি ‘তেজাস’

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলডিসএ) ‘তেজাস’। শনিবার বিমানটির দ্বিতীয় সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ কে এন্তোনি। খবর এনডিটিভির।

আগামী ১২ থেকে ১৫ মাস সময়ে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হবে ‘তেজাস’। আশা করা হচ্ছে, ২০১৫ সালের মধ্যেই যুদ্ধের জন্য পুরোপুরি উপযুক্ত হবে আধুনিক প্রযুক্তির এ বিমানটি।

রাশিয়ার সরবরাহ করা মিগ-২১ এর স্থলাভিষিক্ত হবে বিমানটি। খুবই হালকা, একক ইঞ্জিন, একক আসন, সুপারসনিক এবং বহুমাত্রিক যুদ্ধবিমান হিসেবে ব্যবহার হবে তেজাস।

প্রায় তিন দশকের চেষ্টার পর তৈরি করা এ বিমানটি ভারতের আকাশ টহলের কাজে ব্যবহার হবে। তবে প্রাথমিক অবস্থায় নিজেদের ইঞ্জিনের বদলে যুক্তরাষ্ট্র থেকে আনা ইঞ্জিনে চালানো হবে ‘তেজাস’ বিমানগুলো।

(দ্য রিপোর্ট/এআইএম/শাহ/এমডি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর