thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

তাজরীন অগ্নিকাণ্ড : দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০১৩ ডিসেম্বর ২২ ১০:৪৪:৫৬
তাজরীন অগ্নিকাণ্ড : দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় গার্মেন্টস মালিক দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। চার্জশিটে তার স্ত্রী মাহমুদা আক্তারের নামও রয়েছে।

সিআইডি পুলিশ পরিদর্শক একেএম মোহসিন উদ্দিন খান আদালতে চার্জশিটটি দাখিল করেন। এতে ১৩ জনের নাম রয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখের আদালতে রবিবার সকালে চার্জশিটটি দাখিল করা হয়।

১৩ জনের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ৬ জন পলাতক রয়েছেন।

২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ১০৪ জন।

এ ঘটনার ১ বছর একমাস পর চার্জশিট দাখিল করা হলো।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/শাহ/এমডি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর