thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জয়পুরহাটে নৈশপ্রহরীকে হত্যা, ৬৩ লাখ টাকা লুট

২০১৩ ডিসেম্বর ২২ ১০:৫২:৫৮
জয়পুরহাটে নৈশপ্রহরীকে হত্যা, ৬৩ লাখ টাকা লুট

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের ধানমন্ডিতে নৈশপ্রহরীকে হত্যা করে ৬৩ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর স্পেকট্রাম ট্রেডিং কোম্পানির নৈশপ্রহরী আবুল কালাম আযাদকে দুর্বৃত্তরা গলায় ফাঁস দিয়ে হত্যা করে ভোল্ট ভেঙে টাকা নিয়ে যায়। নিহত আবুল কালামের বাড়ি সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে অফিসের গেট খোলা দেখে লোকজনের সন্দেহ হয় এবং পরে নৈশপ্রহরীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ (ওসি, তদন্ত) খায়রুল বাশার ঘটনাস্থলে যান।

কোম্পানির ম্যানেজার ফরহাদ হোসেন দ্য রিপোর্টকে জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ৭টায় অফিস বন্ধ করে নৈশপ্রহরীকে দায়িত্ব দিয়ে সবাই চলে যায়। হঠাৎ সকালে কোম্পানির ইনভেস্টর সুমন আহম্মেদ ফোন করে জানান, বিল্ডিংয়ে খুন হয়েছে। এরপর ঘটনাস্থলে এসে নৈশপ্রহরীর মৃতদেহ ও ভোল্ট ভাঙা দেখা যায়। তিনি আরও জানান, ভোল্টে ৬৩ লাখ টাকা ছিল, যা লুট করা হয়েছে।

এদিকে ঘটনার প্রাথমিক তদন্ত শেষে ওসি (তদন্ত) খায়রুল বাশার জানান, ঘটনার তদন্ত চলছে, এখনো কিছু বলা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/এএ/শাহ/এএস/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর