thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বড়দিনে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

২০১৩ ডিসেম্বর ২২ ১১:৫২:৩২
বড়দিনে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ২৫ ডিসেম্বর বুধবার রাত ৮টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। চেয়ারপার্সনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

এরে আগে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর কঠোর কোনো রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার ঘোষণা দেয় বিএনপি। গত ১৬ ডিসেম্বর অবরোধ-কর্মসূচি ঘোষণা করার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, চলমান পরিস্থিতিতে ১৮ দলীয় জোটের আন্দোলন অব্যাহত রাখা ছাড়া কোনো উপায় নেই। ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন। দিনটি বিবেচনায় ১৮ দলীয় জোটের পক্ষ থেকে ওই দিন কর্মসূচি থাকবে না।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/শাহ/এমডি/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর