thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চ

২০১৩ ডিসেম্বর ২২ ১২:৪৪:৫৬
মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের সময় পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত প্রতিবাদলিপি পেশ কর্মসূচি চলছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি শুরু হয়। শাহবাগ থেকে গণজাগরণের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে দোয়েল চত্বরের কাছে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

গণজাগরণের কর্মীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুপুর ১টার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এ সময় তারা পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব গোপাল সাহার কাছে প্রতিবাদলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে আছেন ইমরান এইচ সরকার, মারুফ রসুল, একরামুল হক, শামীমা সুলতানা, ইমরান হাবীব রুমন ও মনজুর মঈন।

দ্য রিপোর্ট/ এসআর/শাহ/এমডি/ ডিসেম্বর ২২, ২০১৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর