thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মুন্সীগঞ্জে মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২২ ১৩:০৪:১৫
মুন্সীগঞ্জে মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বাসভবনে হাত-পা বাঁধা অবস্থায় মাকসুদা বেগম (৫০) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মাকসুদা বেগম আব্দুল্লাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য। মৃতদেহের পাশে বিছানায় অচেতন অবস্থায় ছিল নিহতের স্বামী ও ৯ বছরের নাতি।

নিহতের স্বামী আবেদ আলী সরকার (৬০) ও নাতি মো. মুজাহিদকে (৯) উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, নিহতের স্বামী, তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে দাবি করেছে নিহতের পরিবার। রাতেই ভাড়াটিয়া পালিয়ে গেছে বলেও দাবি করে পুলিশ। ভাড়াটিয়ার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএস/শাহ/এএস/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর