thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চুয়াডাঙ্গায় ৫টি বোমা উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২২ ১৩:৩৪:২৮
চুয়াডাঙ্গায় ৫টি বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থান থেকে ৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫টি হাতবোমাই একই রকমের সিলভার রঙের। রাতে কে বা কারা বোমাগুলো রেখে যায়। সকালে এলাকাবাসী বোমা ৫টি দেখে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, সাংবাদিক মানিক আকবরের বাড়ির বারান্দা থেকে দুটি, দিনু প্রামাণিকের বাড়ির বারান্দা থেকে দুটি ও বাজারপাড়ার বানোয়ারী লাল বাগলার বাড়ির সামনের রাস্তার ওপর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবির চৌধুরী দ্য রিপোর্টকে জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্যই এগুলো করা হচ্ছে। মিডিয়ায় যাতে ভালোভাবে সংবাদ প্রকাশ হয় এ জন্য সাংবাদিকের বাড়ির খোলা বারান্দায় দুটি বোমা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরআর/শাহ/এএস/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর