thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সেনাবাহিনী দায়িত্ব পালন করছে : হাছান মাহমুদ

২০১৩ ডিসেম্বর ২২ ১৪:১৫:৪০
সেনাবাহিনী দায়িত্ব পালন করছে : হাছান মাহমুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার সকালে গুলিস্তান খদ্দর মার্কেটের সামনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।

বিএনপি সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলছে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, আমি আপনাদেরকে (বিএনপি) অনুরোধ করবো সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলবেন না। দয়া করে সেনাবাহিনীকে বিব্রত করা থেকে দূরে থাকুন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার যোগসূত্র হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে। তিনি রানা প্লাজা ধ্বংসের সময় দেশের সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন। সুতারাং বিএনপির নেতারা দেশের সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলবে এটাই স্বাভাবিক।

সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও কৃষক লীগের সভাপতি এম এ করিমসহ অনেকে।

(দ্য রিপোর্ট/বিকে/ডব্লিউএস/ এমডি/লতিফ/ডিসেম্বর ২১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর