thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দেয়া হবে না’

২০১৩ ডিসেম্বর ২২ ১৪:২৮:০১
‘হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দেয়া হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে মহাসমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে রবিবার দুপুরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের ঢাকামহানগর নেতাদের যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘হেফাজত, বিএনপি এবং জামায়াত একই বৃন্তে তিনটি ফুল। এই সমাবেশের মাধ্যমে আবারও তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আবারও হেফাজতকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে।’

হেফাজতে ইসলামের যেকোন মূল্যে সমাবেশ করার ঘোষণাকে এক ধরনের আলামত হিসেবে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘ভুলে যাবেন না একাত্তর সালে একটি সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিতেছি আমরা। তাই এখন আর আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে যাবেন।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘২৪ তারিখে হেফাজতের সমাবেশে যদি সহিংস কর্মকাণ্ডের চেষ্টা করা হয় আমরা প্রতিহত করবো। যারা মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে রাজপথে ব্যবস্থা নিতে হবে।’

এ সময় পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতার।

হেফাজতে ইসলামের সমাবেশের দিন ঢাকা মহানগর ১৪ দল বিকেল ৩টায় রাজধানীব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

এর আগে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/ডব্লিউএস/ এমডি/লিতিফ/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর