thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

২০১৩ ডিসেম্বর ২২ ১৪:৫৩:২৬
কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতিসংঘের উদ্যোগে সরকার দলের সঙ্গে শুরু হওয়া সংলাপের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

রবিবার দুপুর দেড়টায় রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল হেরিটেজে বিএনপির সঙ্গে এ বৈঠকে বেশ কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকরা বৈঠক করেন।

বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ অংশ নেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানিসহ আরও কয়েকটি দেশের কূটনীতিকরা এতে অংশ নেন।

বৈঠক সম্পর্কে বিএনপি বা কূটনীতিকদের পক্ষ থেকে কেউ কিছু বলেননি। তবে সূত্র জানায়, বৈঠকে বিএনপির পক্ষ থেকে সরকারের একতরফা নির্বাচন, দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের দমন, গণগ্রেফতার, মামলা, রিমান্ডে নির্যাতন, গুম-হত্যাসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। এছাড়াও জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় সরকার পক্ষের সঙ্গে বিরোধী দলের শুরু হওয়া সংলাপ প্রক্রিয়ার সম্পর্কে বিএনপির অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়। বিএনপির পক্ষ থেকে ওই সংলাপ আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সরকার পক্ষের একগুয়েমি ও ছাড় না দেয়ার মানসিকতাকে দায়ী করা হয়।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এইচএসএম/লতিফ/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর