thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অর্থমন্ত্রীর দফতরে পাগল

২০১৩ ডিসেম্বর ২২ ১৫:১৯:৫০
অর্থমন্ত্রীর দফতরে পাগল

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিরাপত্তাবলয় পেরিয়ে সচিবালয়ে একজন পাগল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কক্ষে প্রবেশ করেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় অর্থমন্ত্রী কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠক করছিলেন।

এ অবস্থায় সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠলো। সংশ্লিষ্টরা বলছেন, এতো নিরাপত্তার মধ্যে কিভাবে পাগল ঢুকে পড়ে? যে কেউ চাইলে এভাবে সহজেই সহিংস ঘটনাও ঘটাতে পারে এ প্রশাসন কেন্দ্রে!

অর্থমন্ত্রীর দফতরের কর্মচারী মো. কামরুল দ্য রিপোর্টকে বলেন, ‘কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকের সময় হঠাৎ মন্ত্রীর রুমে একটি লোক ঢুকে পড়ে। মন্ত্রী উঠে এসে তাকে বের করে দিলে আমরা সবাই তার পরিচয় জানতে চাই। জবাবে তিনি এলোমেলো কথা বলেন। বলেন, আমি দেশের প্রধান, অর্থমন্ত্রীর কাছে যাইতে আমার অনুমতি লাগবে কেন!’

পরে তাকে সচিবালয়ের দায়িত্বে থাকা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে লোকটি তার নাম শকিল প্রধান বলে জানায়।

লোকটি আরও জানায়, তার পিতা মো. সুন্দর আলী, নরসিংদীর মনোহরদীতে তার বাড়ি।

তবে তিনি বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলেন। সচিবালয়ে প্রবেশের সময় কেউ তাকে আটকায়নি বলেও জিজ্ঞাসাবাদে দাবি করেন তিনি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, হাতকড়া পরানো অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ গোছানো চেহারা, মুখে চাপদাড়ি। মাথায় চুল কম। গায়ে ছাই রংয়ের উলের সোয়েটার।

পুলিশ জানায়, লোকটি পাগলের মতো নানা অসংলগ্ন কথা বলেছে। তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী লেখা কয়েকটি কাগজও পাওয়া গেছে। কাগজে নামগুলোর সঙ্গে হাতে লেখা কতগুলো টেলিফোন নম্বরও রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/রাসেল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর