thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

চাঁপাইনবাবগঞ্জে ৯ জনের যাবজ্জীবন

২০১৩ ডিসেম্বর ২২ ১৫:২৩:৩৮
চাঁপাইনবাবগঞ্জে ৯ জনের যাবজ্জীবন

রাজশাহী সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মামাকে হত্যার দায়ে তিন ভাগ্নেসহ নয়জনের যাবজ্জীবান কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। এ ছাড়াও দুজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- নিহতের ভাগ্নে কাশিম আলী, কাজম ও আজম, তাদের আত্মীয় মিন্টু, লালচান, টয়েল, আব্দুল লতিফ, বাদল আলী ও তৌফিক। এ মামলার অপর দুই আসামি রানা ও বাবু ওরফে আব্দুল হাইকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত নয় আসামির মধ্যে আটজন আদালতের কাঠগড়ায় হাজির ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, আমবাগানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০০৯ সালের ১৬ জুন সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ব্যবসায়ী মফিজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে তার আপন তিন ভাগ্নেসহ অন্য আসামিরা। এরপর ওই দিনই নিহতের ছেলে শামিম উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্ত করে শিবগঞ্জ থানা পুলিশ চার আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে বাদী তাতে আপত্তি জানালে আদালত পুনরায় মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেন।

সিআইডি পুলিশ পুনরায় মামলাটি তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগত্র দাখিল করে। পরে মামলাটি চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/বিএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর