thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সুনামগঞ্জে প্রতারণার দায়ে আটক এক

২০১৩ ডিসেম্বর ২২ ১৫:৩৯:০৮
সুনামগঞ্জে প্রতারণার দায়ে আটক এক

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে প্রতারণার দায়ে আব্দুল মজিদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে তাকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।

তিনি জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাছননগর গ্রামের মৃত জহুর আলীর ছেলে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, আটক আব্দুল মজিদ ফাউন্ডেশনের নামে বৃত্তি পরীক্ষার কথা বলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে ৩০ টাকা হারে প্রায় ৯০০ ছাত্রছাত্রীর কাছ থেকে আদায় করা সমুদয় টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরএআর/এফএস/এএস/রাসেল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর