thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বরিশালে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

২০১৩ ডিসেম্বর ২২ ১৫:৪২:২৮
বরিশালে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

বরিশাল সংবাদদাতা : অবরোধ কর্মসূচিতে নাশকতার অভিযোগে বরিশালে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর থেকে নগর ও জেলার উপজেলাগুলো থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, দুপুর সাড়ে ১২টায় নগরীর চকেরপুল এলাকা থেকে ৮নং ওয়ার্ড কাউন্সিলর জেলা বিএনপি নেতা মো. সেলিম হাওলাদার ও বাস্তুহারা দলের আব্দুল জলিলকে অবরোধে নাশকতার অভিযোগে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ দ্য রিপোর্টকে জানান, অভিযান চালিয়ে জামায়াতের এক নেতা ও বিএনপির ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মামলা দিয়ে কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/রাসেল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর