thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ৫ দিনের রিমান্ডে

২০১৩ ডিসেম্বর ২২ ১৫:৫২:১৯
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ৫ দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মহানগর হাকিম আনোয়ার সাদাত রবিবার দুপুরে এই রিমান্ড আদেশ দেন।

রমনা থানায় গাড়ি ভাঙচুরের মামলায় রবিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। আদালত শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি অফিস থেকে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও তিতুমীর কলেজের সহ-সহভাপতি বেলায়েত হোসেনকে গ্রেফতার করে।

৬ ডিসেম্বর ভোররাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর আগে ১৭ নভেম্বর গ্রেফতার হন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।

(দ্য রিপোর্ট/জেএ/এমএআর/রাসেল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর