thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হেফাজতের নেতারা আটকের পর মুক্ত

২০১৩ ডিসেম্বর ২২ ১৫:৫৫:৩৯
হেফাজতের নেতারা আটকের পর মুক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমীসহ ৫জনকে আটকের পর ছেড়ে দিয়েছে র‌্যাব। তাদের ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বলে হেফাজতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রবিবার বিকেল পৌনে তিনটার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে বেলা পৌনে ১টায় জামিয়া মদানিয়া বারিধারা মাদরাসা থেকে তাদেরকে আটক করে গাড়িতে তুলে উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন হেফাজতের প্রচার সেলের সদস্য মাওলানা অলিউল্লাহ আরমান।

অন্যরা হলেন- মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান, সিনিয়র শিক্ষক মুফতি মনির হোসাইন, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ ও মুফতি জাকির হোসাইন।

জামিয়া মদানিয়া বারিধারা মাদরাসাটি মূলত হেফাজতের ঢাকা মহানগরীর অস্থায়ী কার্যালয়। দুপুরে এখানে শীর্ষ নেতাদের জরুরি বৈঠক হওয়ার কথা ছিল।

(দ্য রিপোর্ট/কেএ/ এমডি/রাসেল/ ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর