thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই’

২০১৩ ডিসেম্বর ২২ ১৬:৪৯:১৫
‘নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির কক্ষে রবিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা কমিশনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। জনগণের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে কমিশন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ‘সাহেবরা’ যদি নির্বাচনে না আসেন তাতে কোনো সমস্যা হবেনা। নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবেনা।

১৪৬ আসনে নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী মোতায়নের প্রয়োজন ছিল কি-না এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান বলেন, এটা কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করছে। এতে আমাদের বলার কিছু নেই।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এসবি/নূরুল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর