thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যশোরে ইয়াবা গাঁজাসহ আটক ১০

২০১৩ ডিসেম্বর ২২ ১৬:৫৫:০৮
যশোরে ইয়াবা গাঁজাসহ আটক ১০

যশোর সংবাদদাতা : যশোরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই জামাল উদ্দিন দ্য রিপোর্টকে জানান, রবিবার সকালে যশোর-ছুটিপুর সড়কের নারাঙ্গালী বাজারে একটি চাকু ও সাত পুড়িয়া গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এরা হলো- রঘুরামপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে জুয়েল, সাহেব আলীর ছেলে মিঠুন আলী ও নবাব আলীর ছেলে সাইদ হোসেন।

অপরদিকে চুড়ামনকাটি বাজার থেকে ফেনসিডিল ব্যবসায়ী শরিফুল খাঁকে আটক করা হয়েছে। তিনি ছাতিয়ানতলা এলাকার মোশারফ খাঁর ছেলে।

সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শনিবার রাতে শহরের আরএন রোড এলাকা থেকে তিন ইয়াবাসেবী আটক করা হয়েছে। এরা হলেন- সাব্বির চিনার ছেলে রাব্বি, আবুল বাশারের ছেলে সুমন ও ঢাকা রোড এলাকার ফরহাদের ছেলে সুজন হাওলাদার।

অন্যদিকে শহরতলী পুলেরহাট এলাকা থেকে আরো তিনজনকে আটক করা হয়েছে। এরা হলো- মালঞ্চি এলাকার আবু কালামের ছেলে রুবের, পুলেরহাট এলাকার শাহাদতের ছেলে মোহাম্মদ খান ও ঝিকরগাছার মোবারকপুর গ্রামের রওশন মোড়লের ছেলে মোস্তফা।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এসবি/নূরুল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর