thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বগুড়ায় জামায়াতের নায়েবে আমিরসহ আটক ৬৪

২০১৩ ডিসেম্বর ২২ ১৭:১০:০৮
বগুড়ায় জামায়াতের নায়েবে আমিরসহ আটক ৬৪

বগুড়া সংবাদদাতা : জেলার শাজাহানপুরে নাশকতার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমি আব্দুল লতিফ, রুকন আব্দুস সালামসহ ১৮ দলের ৬৪ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় রবিবার দুপুর ১টার দিকে বৈঠক চলাকালে এদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে অধিকাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মিজানুর রহমান দ্য রিপোর্টকে বলেন, দুপুরে উপজেলার মাঝিড়া বন্দরে একটি স্থানে অবরোধ সমর্থকরা গোপন বৈঠক করছিল। এসময় র‌্যাব-পুলিশ ঘেরাও করে থানা জামায়াতের নায়েবে আমিরসহ ৬৪ নেতাকর্মীকে আটক করে।

এরা হলেন- থানা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল লতিফ, রুকন ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, থানা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক নূর মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, চুপিনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফ রহমান।

শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম দ্য রিপোর্টকে জানান, আটক অধিকাংশের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, রাতে বিভিন্ন যানবহনে নাশকতা চালানোর অভিযোগে এদেরকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/এসবি/নূরুল/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর